হাবিব আহমেদ চৌধুরী, লক্ষ্মীপুর || মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের অভিযোগে লক্ষ্মীপুরে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালতের সময় অপচয়ের কারণে ১ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড।
সোমবার (১৩ অক্টোবর) লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আদালতের বিচারক রেজাউল হক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ইউনুছ মিয়াকে সেদিনই জেল হাজতে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, ইউনুছ মিয়া পূর্বে একটি ফৌজদারি মামলা দায়ের করেছিলেন। আদালতের নির্দেশে ওই মামলার সত্যতা যাচাই করতে বলা হলে ইউনুছ শোকজের জবাব দেন। তবে বিচারক তা ‘অসমর্থনযোগ্য ও সন্তোষজনক নয়’ বলে মনে করেন। ফলে ফৌজদারী কার্যবিধির ২৫০(২) ও ২৫০(৫) ধারায় ইউনুছ মিয়াকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়।
এ বিষয়ে আদালত বলেছে, “মিথ্যা মামলা দায়ের করে ফরিয়াদি আদালতের সময় নষ্ট করেছেন এবং প্রতিপক্ষকে হয়রানি করেছেন। এটি শাস্তিযোগ্য অপরাধ।”
ইউনুছ মিয়ার আইনজীবী জানিয়েছেন, তাঁরা রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
তবে সরকারি আনিসুল ইসলাম (পিপি) বলেন, “এ রায় সাধারণ মানুষের মধ্যে বার্তা দেবে যে, মিথ্যা মামলা করে কেউ পার পাবে না।”