খেলাধুলা প্রতিবেদক || যে ওয়ানডে এক সময় ছিল বাংলাদেশ ক্রিকেটের বড় গর্বের জায়গা, সেখানেই হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ১১ ওয়ানডেতে মাত্র একটি ম্যাচ জিতেছে দল। সঙ্গে দলটি হেরেছে টানা চারটি ওয়ানডে সিরিজে।
নিকট অতীতে বাংলাদেশ টানা চারটি ওয়ানডে সিরিজ হারেনি। এর আগে বাংলাদেশ দল সর্বশেষ টানা ৪টি ওয়ানডে সিরিজে হেরেছে ২০১১ সালে। সেবার অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ।
সবশেষ গত পরশু বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছে আফগানিস্তান। দাপটের সঙ্গে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টি জিতে নিয়েছে। এবার তাদের হোয়াইটওয়াশের মিশন। বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর। সেই লড়াইয়ে আবুধাবিতে দুই দল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামছে।
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে। আফগানরা আজকের সুযোগ নিশ্চিতভাবেই হাতছাড়া করতে চাইবে না।
ওয়ানডেতে বাংলাদেশ বেশ খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছে। কিছুদিন আগেও যে সংস্করণে সবচেয়ে ভালো খেলত, সেই ওয়ানডেতেই এখন সবচেয়ে বাজে অবস্থা বাংলাদেশের। বাজে ফর্মের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। ১৯ বছরের মধ্যে বাংলাদেশ এখন আছে সর্বনিম্ন ১০ নম্বরে। তাতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়াটাও পড়েছে শঙ্কায়।
২০২৭ সালের ৩১ মার্চ ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা নয়ে না থাকলে বাছাইপর্ব খেলতে হতে পারে বাংলাদেশকে। যদিও আগামী বছর একাধিক সিরিজ রয়েছে বাংলাদেশের। বিসিবি আশাবাদী সরাসরিই বাংলাদেশ খেলতে পারবে বিশ্বকাপ। তার আগে আজ আফগান পরীক্ষায় উৎরাতে হবে দলকে। নয়তো নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে।
ব্যাটিংটাই বাংলাদেশকে ডুবাচ্ছে নিয়মিত। ব্যাটিং বিপর্যয়, মানসিক দুর্বলতা এবং দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচনের পুনরাবৃত্তি যেন এখন অভ্যাসে পরিণত হয়েছে। দলের আরেকটি বড় সমস্যা হলো দায়িত্ববোধের অভাব। অধিনায়ত মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন, ব্যাটসম্যানরা কেউই যথেষ্ট দায়িত্ব নিচ্ছেন না।
তিনি বলেছেন, ‘’টপ অর্ডারে আমাদের বড় জুটি দরকার। তাহলে গত দুই ওয়ানডে ম্যাচের চিত্র অন্যরকম হতো। কিন্তু কোনো ব্যাটারই দায়িত্ব নিতে পারেনি। এটি খুবই হতাশাজনক।’’
শেষ ম্যাচে ভালো করতে আত্মবিশ্বাসী মিরাজ, ‘’এখনও আমাদের একটি ম্যাচ বাকি আছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ব্যাটসম্যানদের আরও উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে।’’
ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ২১ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। আফগানদের জয় ১০টি। সিরিজের তৃতীয় ম্যাচ জিতলে শুধুমাত্র বাংলাদেশকে হোয়াইটওয়াশই করবে না তারা, ওয়ানডেতে জয়-পরাজয় বিবেচনায় প্রথমবারের মতো সমানে-সমান হবে আফগানিস্তান।