1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোদ, গ্যালারি ভর্তি দর্শক, আর ভারতীয় ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা। নেতৃত্বে শুভমান গিল আর তার দল ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল দুই ম্যাচের টেস্ট সিরিজে। ৭ উইকেটের জয় দিয়ে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের দখলে নিয়ে নিল টিম ইন্ডিয়া।

এই জয়ের মধ্য দিয়ে ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিল আরও একবার প্রমাণ করলেন তার কাঁধেই ভরসা রাখলে ভবিষ্যৎ সুরক্ষিত।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন গিল। আর সেই সিদ্ধান্তের যথার্থ প্রমাণ দেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল নিজেই। জয়সওয়ালের ব্যাট থেকে আসে ঝলমলে ১৭৫ রান, অন্যপ্রান্তে অধিনায়ক গিল থাকেন অপরাজিত ১২৯ রানে। তাদের দুজনের ইনিংসেই ভারত তোলে পাহাড়সম ৫১৮ রান ৫ উইকেটে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে স্পিনার জোমেল ওয়ারিকন তিনটি উইকেট নিলেও ভারতের ব্যাটিং ঝড় থামাতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ভারতের বোলাররা শুরু থেকেই আগুন ঝরান। মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব মিলে ২৪৮ রানে গুটিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবিয়ান ব্যাটারদের মধ্যে কেউই থিতু হতে পারেননি। ভারতের দাপুটে বোলিংয়ে যেন একের পর এক তাসের ঘর ভেঙে পড়ছিল তাদের ইনিংস।

তবে দ্বিতীয় ইনিংসে নাটকীয়ভাবে বদলে যায় চিত্র। ফলো-অন করা ওয়েস্ট ইন্ডিজ হঠাৎ যেন রূপ নেয় ভিন্ন দলে। ওপেনার জন ক্যাম্পবেল খেলেন ১৯৯ বলে ১১৫ রানের অনবদ্য ইনিংস, সঙ্গী শাই হোপও হাঁকান ১০৩ রান। তাদের জুটিতে ম্যাচ টেনে নিয়ে যায় পঞ্চম দিনে।

জাস্টিন গ্রিভসের অপরাজিত ৫০ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানরা তোলে ৩৯০ রান। যা ভারতের সামনে রাখে ১২১ রানের ছোট লক্ষ্য।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি ভারতের। যশস্বী জয়সওয়াল দ্রুত আউট হন মাত্র ৮ রানে। এরপর সাই সুদর্শন ও কেএল রাহুল জুটি গড়ে খেলার লাগাম টেনে ধরেন। দুজন মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৭৯ রান।

সুদর্শন ফেরেন ৩৯ রানে, আর গিলও থামেন ১৩ রানে। তবে শেষ পর্যন্ত ধ্রুব জুরেল ও রাহুলের ব্যাটে অনায়াসে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। রাহুল অপরাজিত থাকেন ৪১ রানে, জুরেল খেলেন ঝলমলে ৩১ রানের ইনিংস।

৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হন কুলদীপ যাদব। আর ১০৪ রান ও ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হন রবীন্দ্র জাদেজা।

এই সিরিজ জয় শুধু সংখ্যার নয়, প্রতীকও বটে। কোহলি-রোহিতের পর ভারতীয় ক্রিকেটে নেতৃত্বের নতুন মুখ হিসেবে শুভমান গিল নিজের প্রথম বড় দায়িত্বে সফলভাবে পাশ করলেন। তার নেতৃত্বে দল যেমন স্থির, তেমনি আক্রমণাত্মকও।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫১৮/৫ (ডিক্লে.) ও ১২২/৩।
ওয়েস্ট ইন্ডিজ: ২৪৮/১০ ও ৩৯০/১০।
ফল: ভারত জয়ী ৭ উইকেটে।
সিরিজ: ভারত ২-০ ওয়েস্ট ইন্ডিজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT