1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ টস হেরে বোলিং করবে।

আগের দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করা বাংলাদেশ তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে। অন্যদিকে আফগানিস্তান তাদের একাদশে এনেছে দুটি পরিবর্তন।

টসের পর হাশমতউল্লাহ শাহিদি বলেছেন, ‘‘আমরা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। এটি সেই একই উইকেট, যেখানে আগের ওয়ানডেটি খেলেছিলাম। আজ পিচটা আরও ধীর হবে এবং স্পিনাররা অনেক বেশি টার্ন পাবে বলে আশা করছি। তাই আমরা চাইব বড় সংগ্রহ গড়ে তুলে সেটি রক্ষা করতে। আমাদের পেস বোলিং বিভাগে এখনো অনেক পথ বাকি। কিছু তরুণ প্রতিভাবান বোলার আছে, তাদের আরও গড়ে তুলতে হবে যাতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত থাকে। সামনে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ, সেখানে ভালো পেস আক্রমণ থাকা খুব জরুরি। আজ দলে দুটি পরিবর্তন এনেছি। ইকরাম আলিখিল ও বিলাল সামি ফিরেছে একাদশে।’’

মেহেদি হাসান মিরাজ বলেছেন, ‘‘আগের ম্যাচে আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি, সবাই হতাশ ছিলাম। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। এ ব্যাপারে সবাই একমত। আর আমি আশা করি আজ আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারবো। এই উইকেটে ২০০ রানের মতো লক্ষ্যও তাড়া করা সম্ভব। রাতে বল একটু স্কিড করছে, তাই শুরুতেই ভালো পার্টনারশিপ গড়া জরুরি। আজ আমাদের একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছে। মোহাম্মদ নাঈম, শামীম হোসেনের পাশাপাশি পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে আনা হয়েছে একাদশে।’’

বাংলাদেশের একাদশ:
সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোহাম্মদ নাঈম, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আফগানিস্তানের একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটি, এ. এম. গজনফার ও বিলাল সামি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT