1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নিজ দেশে বাংলাদেশের ক্ষুদ্রঋণ মডেল চালুর আগ্রহ জিবুতির প্রধানমন্ত্রীর - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

নিজ দেশে বাংলাদেশের ক্ষুদ্রঋণ মডেল চালুর আগ্রহ জিবুতির প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক || সোমবার রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জিবুতির প্রধানমন্ত্রী।

নিজ দেশে বাংলাদেশের সফল ক্ষুদ্রঋণ মডেল চালুর আগ্রহ প্রকাশ করেছেন জিবুতির প্রধানমন্ত্রী আবদুল কাদের কামিল মোহাম্মেদ।

ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) অনুষ্ঠানের ফাঁকে সোমবার (১৩ অক্টোবর) জিবুতির প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জিবুতিতে বাংলাদেশের সফল ক্ষুদ্রঋণ মডেল প্রয়োগ, আঞ্চলিক ভূরাজনীতি এবং রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে আলোচনা করেন।

জিবুতির প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসের প্রশংসা করে বলেন, “আপনি জিবুতিতে সুপরিচিত একটি নাম।” তিনি অধ্যাপক ইউনূসকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান।

জিবুতির প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ক্ষুদ্রঋণ বিষয়ে আপনার পরামর্শ দরকার।” তার দেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালু করার আগ্রহ প্রকাশ করেন।

এর জবাবে অধ্যাপক ইউনূস জিবুতির আগ্রহকে স্বাগত জানান এবং দেশটির কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর পরামর্শ দেন, যাতে তারা ক্ষুদ্রঋণ কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

তিনি জানান, বাংলাদেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো সারা বছরই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে, যেখানে জিবুতির কর্মকর্তারা অংশ নিতে পারেন।

অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “জিবুতি বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধপণ্য আমদানি করতে পারে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT