1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আজ আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

আজ আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আজ বিকেলেই বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। দুইটি ভিন্ন ফ্লাইটে তাদের ঢাকা পা রাখার সূচি রয়েছে। এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও আজ বিকেলে দেশে ফিরবে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল সীমিত পরিসরের সিরিজ খেলবে এবার। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম‌্যাচ হবে দুই দলের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

মিরপুরে তিন ওয়ানডে হবে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়। ২৪ অক্টোবর দুই দল চট্টগ্রাম সফর করবে। বন্দরনগরীতে প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ অক্টোবর ও দ্বিতীয়টি ২৯ অক্টোবর। শেষ টি-টোয়েন্টি হবে ৩১ অক্টোবর। তিন ম্যাচেই খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

এবারের সফরে শুধু সাদা বলেই খেলবেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। সবশেষ ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ ওয়ানডে খেলেছিলেন তারা। টি-টোয়েন্টি খেলেছিলেন তারও তিন বছর আগে ২০১৮ সালের ডিসেম্বরে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল

শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‍্যামন সিমন্ডস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT