নিজস্ব প্রতিবেদক || তিন দফা দাবি আদায়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা।
বুধবার (১৫ অক্টোবর) পৌনে ৫টায় শাহবাগ মোড়ে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি।
এ সময় তিনি বলেন, “আগামীকাল (বৃহস্পতিবার) দুপুর ১২টার মধ্যে আমাদের দাবি অনুযায়ী প্রজ্ঞাপন জারি না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করা হবে এবং আন্দোলন ও অব্যাহত থাকবে।’
এই ঘোষণার পর আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে চলে যান। এখন শাহবাগে যানচলাচল স্বাভাবিক হয়েছে।