1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || মাদাগাস্কারের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বাহিনীর এক কর্নেল জানিয়েছেন, তরুণদের নেতৃত্বে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের সময় প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা বিদেশে পালিয়ে যাওয়ার পর মাদাগাস্কারের সেনাবাহিনী ভারত মহাসাগরীয় দ্বীপের দায়িত্ব গ্রহণ করেছে।

সরকারবিরোধী জেন জি বিক্ষোভকারীদের সাথে যোগদানকারী সেনা সদস্য র‌্যান্ড্রিয়ানিরিনা জাতীয় রেডিওতে বলেছেন, “আমরা ক্ষমতা গ্রহণ করেছি।…সেনাবাহিনী সংসদের নিম্নকক্ষ বা জাতীয় পরিষদ ছাড়া সমস্ত প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছে।”

গত ১৫ দিন ধরে মাদাগাস্কারে তরুণরা বিক্ষোভ করছে। তারা আন্দ্রে রাজোয়েলিনাকে পদত্যাগের দাবি জানিয়ে আসছিল। মঙ্গলবার দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফরাসি সামরিক বিমানে করে রবিবার দেশ ছেড়ে পালিয়ে গেছেন আন্দ্রে রাজোয়েলিনা। মঙ্গলবার তিনি ফেসবুকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। তাতে তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT