নিজস্ব প্রতিবেদক || রাজধানীর শাহবাগ মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।
এর আগে বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়াসহ তিন দাবি আদায়ে চতুর্থ দিনের মতো বুধবার সকাল থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। সে সময় দুপুরের মধ্যে দাবি না মানলে পূর্বঘোষিত শাহবাগ মোড় ব্লকেড করার হুঁশিয়ারিও দেন তারা।
দুপুরে শাহবাগ মোড়ে মিছিল নিয়ে আসার পথে শাহবাগ থানার সামনে ব্যারিকেড দেয় পুলিশ। সে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে আসেন শিক্ষকরা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।”