1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার দেখা হয়েছে
বন্দুক ও গুলিসহ রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের উখিয়া উপজেলায় দেশীয় তৈরি বন্দুক ও গুলিসহ রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার মোহাম্মদ তৈয়ব (২৬) ঘোনার পাড়া এলাকার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত ছাব্বির আহমদের ছেলে।

ওসি জিয়াউল হক বলেন, ‘‘কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত বসতঘরে অবস্থান করছে এবং অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে— এমন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সন্দেহজনক ঘর ঘিরে ফেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন-চারজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়।’’

তিনি বলেন, “আটক তৈয়বের শরীর তল্লাশি করে দেশীয় তৈরি একটি বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়। তিনি চিহ্নিত সন্ত্রাসী। রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত। চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি ও মাদকপাচারসহ একাধিক মামলায় তার নাম রয়েছে।’’

তৈয়বের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি জিয়াউল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT