1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
প্রবেশ ফি বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বন্ধ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

প্রবেশ ফি বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে
বন্দর থেকে কনটেইনার ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || বন্দরে প্রবেশ ফি অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও পণ্য পরিবহনের যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছেন পরিবহন অপারেটররা।

শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে বন্দরে সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বন্দর থেকে কনটেইনার ও পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে।

চট্টগ্রাম প্রাইম মুভার অ্যান্ড ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হঠাৎ প্রতিটি গাড়িতে ১৭৩ টাকা বেশি ফি ধার্য করেছে কিন্তু স্পষ্ট করেনি অতিরিক্ত খরচ কারা বহন করবে। মালিক না শ্রমিকরা। ফলে ট্রেইলার চলাচল বন্ধ রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার এক জরুরি সভার পর চট্টগ্রাম আন্তঃজেলা পণ্য পরিবহন সমিতি, চট্টগ্রাম ট্রাক ও কাভার্ড ভ্যান ওয়ার্কার্স ইউনিয়ন এবং প্রাইম মুভার অ্যান্ড ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন এক যৌথ বিবৃতিতে বলেছেন, প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো প্রকার পরামর্শ ছাড়াই ‘জোরপূর্বক’ নতুন ফি আরোপ করেছে বন্দর কর্তৃপক্ষ।

পরিবহন সংগঠনগুলো জানিয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ১৩ অক্টোবর একটি অফিস আদেশ (নং-২২৩/২৫) জারি করে প্রতিটি ভারী যানবাহনের জন্য নতুন এন্ট্রি ফি ২০০ টাকা নির্ধারণ করেছে। এতে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে মোট ফি দাঁড়িয়েছে ২৩০ টাকা, যা আগে ছিলো ৫৭ টাকা।

সংগঠনগুলো বিবৃতিতে জানিয়েছে পূর্বে ৫৭ টাকার প্রবেশ ফি হঠাৎ করে ২৩০টাকা নির্ধারণ করার প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে সব ধরনের গাড়ি বন্দরে প্রবেশ ‘অস্থায়ীভাবে স্থগিত’ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, “বন্দর সাধারণভাবে কার্যক্রম চালাচ্ছে, যদিও কিছু অভিযোগ এসেছে যে ট্রেলার মালিকরা কিছু যানবাহনের চলাচল স্থগিত করেছে। কিছু প্রভাব পড়েছে, আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT