1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মাসুম আজিজের আজ মৃত্যুবার্ষিকী - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

মাসুম আজিজের আজ মৃত্যুবার্ষিকী

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ। ২০২২ সালের ১৭ অক্টোবর ক্যানসার আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেন মঞ্চ ও টিভি নাটকের এই জ্যেষ্ঠ অভিনয়শিল্পী। তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পৈত্রিক নিবাস পাবনার, ফরিদপুর উপজেলায় পারিবারিক আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে এতিমদের খাওয়ানোর পাশাপাশি সামাজিভাবে এই শিল্পীকে স্মরণ করা হবে।

মাসুম আজিজের স্ত্রী সাবিহা জামান সংবাদমাধ্যমকে বলেন, “পাবনার ফরিদপুর উপজেলায় নিজ বাড়িতে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকা পদাতিকের সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকা থেকে আসছেন। এছাড়া এমিতখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।”

মাসুম আজিজের জন্ম ১৯৫৩ সালের ২২ অক্টোবর হবিগঞ্জ বানিয়াচংয়ে। তার বাবা আখতারুজ্জামান এবং মা সৈয়দা আজিজা সুলতানা। তাদের আদি নিবাস পাবনা। অভিনয়শিল্পী পরিচয় ছাড়াও মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন মাসুম আজিজ। ১৯৮৫ সালে প্রথম টিভি নাটকে অভিনয় করেন তিনি। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাহউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মাসুম আজিজ। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন তিনি। ২০১৮ সালে মুক্তি পায় এটি। এই সিনেমার জন্য ফিপ্রেস্কি পুরস্কার পান। ২০২২ সালে একুশে পদক পেয়েছেন মাসুম আজিজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT