বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের মোংলায় খাল থেকে অজ্ঞাতনামা এক নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের শাহজালাল পাড়া এলাকার মনপুরা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, ‘‘দুপুরে মনপুরা খালে এক নবজাতকের মরদেহ দেখতে পাই। ৯৯৯-এ ফেন দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। নবজাতকের বয়স একদিন হতে পারে। কেউ বাচ্চাটির পরিচয় জানে না। মরদেহটি কীভাবে এখানে এল কেউ বলতে পারছে না।’’
মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কন্যা নবজাতকের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’’