1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
রাজনৈতিক অনৈক্য দুর করা না গেলে ভবিষ্যৎ অন্ধকার: হাওলাদার - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

রাজনৈতিক অনৈক্য দুর করা না গেলে ভবিষ্যৎ অন্ধকার: হাওলাদার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যকার অনৈক্য দুর করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

তিনি বলেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে আরো সুসংহত ঐক্য প্রতিষ্টা দরকার ছিল। কিন্তু দেশের রাজনীতিতে এখন ঐক্যের চেয়ে অনৈক্য বেশি দৃশ্যমান। একদিকে নানামুখী অস্থিরতা, সংশয়, নিরাপত্তাহীনতা, অপরদিকে রাজনৈতিক অনৈক্য বিরাজমান। এই অনৈক্য দুর করা না গেলে ভবিষ্যৎ অন্ধকার। আদৌ সরকার নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারবে কিনা সন্দেহ রয়েছে।”

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বারবার জোর দিয়ে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু জাতীয় নির্বাচনের জন্য যে ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড দরকার সেটা এখনো দৃশ্যমান দেশে নয়। দেশের সার্বিক পরিস্থিতি সংকটজনক, উদ্বেগজনক। চারদিকে হতাশা, অস্থিরতা, নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে মানুষ।”

সম্প্রতি রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড শঙ্কিত করেছে জানিয়ে হাওলাদার বলেন, “এই ধরনের অগ্নিকাণ্ড আমাদের গার্মেন্ট শিল্পের ওপর বড় আঘাত। সরকারকে গার্মেন্ট শিল্পসহ সামগ্রিক শিল্প সেক্টরের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের সরকারকে মনে রাখতে হবে, গার্মেন্টস শিল্পের মাধ্যমে আমাদের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয় হয়।”

এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান, আমানত হোসেন, আব্দুল আজিজ, কাজী নাসির উদ্দিন সরকার, আব্দুস সাত্তার, মাসুম ও এম এ হাশেম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT