আন্তর্জাতিক ডেস্ক || যুক্তরাষ্ট্রের ছোট থেকে শুরু করে বড় শহর পর্যন্ত আড়াই হাজারেরও বেশি স্থানে শনিবার লাখ লাখ মানুষ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করবে। শনিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
জুন মাসে গণবিক্ষোভের নেপথ্যে থাকা জোট ‘নো কিংস’ আবারও জনগণকে রাস্তায় নেমে এই সহজ বার্তা দিতে আহ্বান জানাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প রাজা নন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে এখন সামরিক উপস্থিতি রয়েছে, যার বেশিরভাগই স্থানীয় নেতাদের ইচ্ছার বিরুদ্ধে। ট্রাম্প ইতিমধ্যে ভিন্নমত দমন করার ঘোষণা দিয়েছেন। তবুও, আয়োজকরা জানিয়েছেন, তারা মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভের আয়োজন করতে যাচ্ছেন।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বামপন্থী গোষ্ঠীগুলোর একটি জোট এই এক দিনের গণবিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। এই জোট জুনে ‘নো কিংস’ প্রতিবাদ দিবসের নেতৃত্ব দিয়েছিল। আয়োজকরা জানিয়েছেন, এই বিক্ষোভকে নো কিংস বলার কারণ হচ্ছে, আমেরিকায় কোনো ধরণের নিরঙ্কুশ শাসক নেই তা তুলে ধরার জন্য এই প্রতিবাদ এবং এটি ট্রাম্পের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের বিরুদ্ধেও প্রতিবাদ।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, দেশের পূর্ব উপকূলে বিক্ষোভ শুরু হওয়ার সাথে সাথে নিউ ইয়র্ক সিটির টাইমস স্কয়ারে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে। জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানীতে বিক্ষোভের প্রস্তুতির জন্য কমপক্ষে ১০ হাজার মানুষ আটলান্টা সিভিক সেন্টারের মাঠে জড়ো হয়েছেন।