1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
রূপপুর প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

রূপপুর প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে
ঈশ্বরদী থানা, পাবনা (ফাইল ফটো)

পাবনা প্রতিনিধি || পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম আনোয়ার আহমেদ (৫২)। তিনি চট্টগ্রাম মহানগরের পাশলাইস থানার পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। প্রায় এক বছর ধরে তিনি ঈশ্বরদীর দিয়ার সাহাপুরের স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান হাবুর বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্র জানায়, আনোয়ার দীর্ঘ আট বছর ধরে রাশিয়ান কোম্পানি নিকিমথ-এ দোভাষী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি স্ত্রীসহ ১০দিনের ছুটিতে নিজ বাড়ি চট্টগ্রাম যান। শনিবার বিকেল ৩টার দিকে স্ত্রীকে চট্টগ্রামে রেখে তিনি একাই ঈশ্বরদীর ভাড়া বাসায় ফেরেন।

রাত হয়ে গেলেও যোগাযোগ করতে না পারায় আনোয়ারের স্ত্রী রিপা পাশের বাড়ির গৃহবধূ সাবিনা ইয়াসমিনকে ফোন করে তার স্বামীর খোঁজ নিতে বলেন। সাবিনা ইয়াসমিন আনোয়ারের ঘরে যান। তিনি দেখতে পান—মেঝে মোছার কাপড় হাতে অচেতন অবস্থায় পড়ে আছেন আনোয়ার। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ার মারা গেছেন বলে নিশ্চিত হয়। তারা সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, ঘটনাটি তদন্তাধীন। এই মুহূর্তে ওই ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT