1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৯ বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি || ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোণার কলমাকান্দা উপজেলার জয়নাল আবেদীনের ছেলে ট্রাক চালক আল-আমীন (২৮) ও ময়মনসিংহ সদর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে চালকের সহকারী মো. রাশেদ (৩০)।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদ আহমেদ জানান, চালক ও হেলপার হাসপাতালে আনার আগেই মারা যান।

ত্রিশাল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক তারেক হাসান জানান, ভোরে বৈলর বড় পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় একটি ট্রাকের চালক ও তার সহকারী গুরুতর আহত হন। স্থানীয় ও ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT