নারায়ণগঞ্জ প্রতিনিধি || নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আবু হানিফ(২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। গতকাল সোমবার (২০ অক্টোবর) বিকেলে তাকে পিটিয়ে আহত করা হয়। রাত ১১টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ইতু ভিলার বাড়ির দারোয়ান ছিলেন।
নিহতের ভগ্নিপতি ইব্রাহিম জানান, খানপুর এলাকার অভিসহ কয়েকজন প্রথমে আবু হানিফের বোন ও তাকে আটক করেন। এসময় তারা হানিফের খোঁজ করেন। বিকেলে হানিফকে পেয়ে তাদেরকে ছেড়ে দেন। এরপর হানিফকে মারধর করেন অভিযুক্তরা। হানিফ জ্ঞান হারালে তাকে রাস্তায় ফেলে চলে যায় তারা। আহত অবস্থায় স্থানীয়রা হানিফকে উদ্ধার করে খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে যান। চিকিৎসকরাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, অভিযুক্তরা হানিফের বিরুদ্ধে ধর্ষণ, কখনো ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ তুলে টাকা দাবি করতেন পরিবারের কাছে। টাকা দিতে না পারায় তাকে হত্যা কর হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। অভিযুক্তদের গ্রেপ্তারে জন্য পুলিশের অভিযান চলছে।