নিজস্ব প্রতিবেদক || জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনকে হত্যার পরিকল্পনা করেন তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা। পরিকল্পনা বাস্তবায়ন করেন মাহির রহমান।
মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন মো. নজরুল ইসলাম বলেন, প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। জোবায়েদের ছাত্রী বর্ষার সঙ্গে মাহির রহমানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বর্ষা পরে জোবায়েদের প্রতি দুর্বল হয়ে পড়লে মাহির ক্ষুব্ধ হয়ে ওঠেন। বর্ষা ও মাহির মিলে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন। মাহির তার সহযোগীদের নিয়ে ছুরি দিয়ে আঘাত করে জোবায়েদকে হত্যা করেন। পুলিশ বর্ষা ও মাহিরকে গ্রেপ্তার করেছে।
তিনি আরো বলেন, ২৬ সেপ্টেম্বর মাহির জোবায়েদের সঙ্গে বর্ষার সম্পর্কের বিষয়ে জানার পর শুরু হয় হত্যার পরিকল্পনা। বর্ষার সাবেক প্রেমিক মাহির রহমান ও তার বন্ধু ফারদিন আহমেদ মিলে এ হত্যাকাণ্ড ঘটান। মাহিরের সঙ্গে প্রেম করলেও বর্ষা জোবায়েরের সঙ্গে পরিচয়ের পর প্রেমে পড়ে যান। পরে মাহিরের সঙ্গে ব্রেকআপ করেন। কিন্তু, মাহিরকে ভুলতে পারছিলেন না বর্ষা। তাই, জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন।