1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সাংবাদিককে হুমকি, ‌‘এলাকায় এলে ঠ্যাংয়ের নালা ভেঙে দেব’ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

সাংবাদিককে হুমকি, ‌‘এলাকায় এলে ঠ্যাংয়ের নালা ভেঙে দেব’

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে
অভিযুক্ত মো. নূরে আলম

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || “আপনি কে জানি। আমার এলাকায় আসলে ঠ্যাংয়ের নালা ভেঙে ফেলব। তোমরা বাটপার ছাড়া কিছুই না।” নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগের সত্যতা যাছাই করতে যাওয়া এক সাংবাদিককে মোবাইল ফোনে এ ভাবেই হুমকি দেওয়া হয়েছে।

অভিযুক্তের নাম মো. নূরে আলম (৫০)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ঘটনার ৪ মিনিট ২৫ সেকেন্ডের অডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “সংবাদিককে দেওয়া হুমকির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে মামলা করা হবে।”

ভুক্তভোগী সাংবাদিকের নাম শিহাব খান (৩৬)। তিনি এটিএন নিউজের শ্রীপুর প্রতিনিধি।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (২০ অক্টোবর) দুপুরে গাজীপুর গ্রামের বাবুলের বাড়ির সামনে নিম্নমানের ইট ব্যবহার করে সড়কের কাজ চলছিল। বিষয়টি নজরে এলে সাংবাদিক শিহাব খান ভিডিও ধারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ব্যাখ্যা চান। এর কিছুক্ষণ পরেই ইউপি সদস্যের ছেলে কাজল ফোন করে সাংবাদিককে ‘বাড়ির রাস্তা’ বিষয়ে প্রশ্ন করতে থাকেন। পরে উত্তেজিত হয়ে ফোনটি ইউপি সদস্য নূরে আলমের হাতে তুলে দেন তিনি। এসময় ক্ষুব্ধ কণ্ঠে ইউপি সদস্য নূরে আলম বলেন, “আপনি কে জানি! আমার এলাকায় আসলে ঠ্যাংয়ের নালা ভেঙে ফেলব। তোমরা বাটপার ছাড়া কিছুই না।”

সাংবাদিক শিহাব খান বলেন, “আমি শুধু কাজের মান যাচাই করে প্রশাসনকে জানিয়েছিলাম। এরপর থেকেই একের পর এক হুমকি আসতে থাকে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

অভিযোগ স্বীকার করে ইউপি সদস্য মো. নূরে আলম বলেন, “আমি রাগের মাথায় এমন কথা বলে ফেলেছি। রাস্তার কাজে কোনো নিম্নমানের ইট ব্যবহার করিনি। সাংবাদিক আমাকে না জানিয়ে ইউএনওকে জানিয়েছেন, তাই রাগ হয়েছিল।”

গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুব আলম বলেন, “ঘটনাটি জানার পর তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT