1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
‘মানুষ বলে, আমার পুরো শরীর প্লাস্টিক সার্জারি করা’ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

‘মানুষ বলে, আমার পুরো শরীর প্লাস্টিক সার্জারি করা’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার দেখা হয়েছে
জয়া আহসান

বিনোদন ডেস্ক || মডেলিং থেকে টিভি নাটক, বড় পর্দায় পা রেখেও দ্যুতি ছড়ান। সীমানা পেরিয়ে ওপার বাংলায়, তারপর বলিউড—জয়া আহসান সব জায়গাতেই মানুষের মন জয় করেছেন। বাংলাদেশ-ভারত মিলিয়েই ধারাবাহিকভাবে চলছে তার কাজ।

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জয়া আহসান। ভারতের ফিল্মফেয়ার পুরস্কারও জমা পড়েছে তার প্রাপ্তির ঝুলিতে। আর দুই দেশের দর্শকদের মুঠো মুঠো ভালোবাসার কথা বলাও বাহুল্য। কেবল তাই নয়, বয়সের তুলনায় নিজের শরীরি সৌন্দর্য এখনো ধরে রেখেছেন জয়া। ফলে নেটিজেনদের অনেকের ভাবনা—প্লাস্টিক সার্জারি করিয়েছেন জয়া।

প্লাস্টিক সার্জারি নিয়ে অনেক আলোচনা সোশ্যাল মিডিয়ায় হয়েছে, তবে কখনো কোনো মন্তব্য করেননি জয়া। অবশেষে একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন এই অভিনেত্রী।

জয়া আহসান বলেন, “মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা কিন্তু আমি শুনেছি। আমার নাকি হেড টু টো (মাথা থেকে পা পর্যন্ত) প্লাস্টিক সার্জারি করা।”

খানিকটা ব্যাখ্যা করে জয়া আহসান বলেন, “বোটক্স, এটা–সেটা (ব্যবহার করি)—এগুলো বলে মানুষ। মানুষ মনে করে, এগুলো (মন্তব্য) আমি দেখি না। আমি দেখি মাঝেমধ্যে। আমাদের কমেন্ট বক্স দেখলে আমাদের দেশের পুরুষদের স্টেট অব মাইন্ডটা (মানসিক অবস্থা) বোঝা যায়।”

জয়া আহসান তার ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন। চলতি বছরে বাংলাদেশ–ভারত মিলিয়ে তার অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। এ তালিকায় রয়েছে—‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’। গত ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ফেরেশতে’। তাছাড়া ওটিটিতে মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT