আন্তর্জাতিক ডেস্ক || মধ্যপ্রাচ্যের কিছু দেশ গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধবিরতির মধ্যেই ট্রাম্প হামাসকে নতুন করে সতর্ক করেছেন এবং জানিয়েছেন, কয়েকটি আঞ্চলিক দেশ তার অনুরোধে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত।
মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, “যদি হামাস গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য ও এর আশেপাশের অঞ্চলগুলোতে আমাদের মহান অনেক মিত্র স্পষ্ট ও দৃঢ়ভাবে জানিয়েছে যে, তারা ভারী বাহিনী নিয়ে গাজায় প্রবেশ করে হামাসের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নিতে প্রস্তুত।”
ট্রাম্প তার পোস্টে কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে এই অঞ্চলে সহায়তার জন্য ইন্দোনেশিয়ার কথা বিশেষভাবে উল্লেখ করেন। তার ভাষায়, “মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের জন্য ইন্দোনেশিয়ার নেতৃত্ব যেভাবে সহায়তা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”
আল জাজিরা জানিয়েছে, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশ গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে বটে, কিন্তু কোনো দেশই সরাসরি হামাসের সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দেয়নি।
ট্রাম্প আরও বলেন, “মধ্যপ্রাচ্যের জন্য এমন ভালোবাসা ও উৎসাহ হাজার বছরে দেখা যায়নি। আমি সবাইকে বলেছি এখন নয়! এখনো আশা আছে হামাস সঠিক পথে আসবে। যদি তারা তা না করে, তবে তাদের অবসান হবে দ্রুত, তীব্র এবং নির্মমভাবে।”
উল্লেখ্য, অক্টোবর ১০ থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।