
আমাদের চট্রগ্রাম প্রতিনিধি জানান
আজ ২৩/১০/২০২৫ তারিখ বাংলাদেশ কওমি ছাত্র সংগঠন (বাকছাস)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি চট্রগ্রাম হাটহাজারি এক সভায় সংগঠনের শুরা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আরিফ আল হাবিব। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন কওমি মাদ্রাসার প্রতিনিধিরা ও প্রাক্তন ছাত্রনেতারা।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফ আল হাবিব এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ফজলে রাব্বি । এছাড়া যুগ্ন আহ্বায়ক ,যুগ্ম সদস্য সচিব,মুখপাত্র,দপ্তর সম্পাদকসহ মোট ৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ কওমি ছাত্র সংগঠন (বাকছাস)-এর নবগঠিত কমিটি ঘোষণার পর আহ্বায়ক আরিফ আল হাবিব বলেন, কওমি ছাত্রদের ঐক্য, শিক্ষা উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় বাকছাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা দেশের সার্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কওমি ছাত্রদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
নতুন নেতৃত্ব আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। শিগগিরই জেলা ও বিভাগীয় পর্যায়ে কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।
বাংলাদেশ কওমি ছাত্র সংগঠন (বাকছাস)-এর নবগঠিত কমিটি ঘোষণার পর সদস্য সচিব মাওলানা ফজলে রাব্বি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন—
“আলহামদুলিল্লাহ, আজ আমরা কওমি ছাত্র সমাজের ঐক্য ও নেতৃত্বের নতুন অধ্যায় সূচনা করেছি। বাকছাসের এই নতুন কমিটি গঠনের মাধ্যমে আমরা কওমি শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও সমাজে ইতিবাচক ভূমিকা প্রতিষ্ঠার অঙ্গীকার করছি।
আমাদের লক্ষ্য হলো— কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে জ্ঞান, আদর্শ ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করা। আমরা চাই, কওমি ছাত্ররা শুধু ধর্মীয় শিক্ষায় নয়, সামাজিক ও জাতীয় উন্নয়নেও অবদান রাখুক।
এই কমিটি হবে ঐক্যের প্রতীক, সেবার মঞ্চ এবং ইসলামী মূল্যবোধের ধারক। আমরা সকল কওমি ছাত্রকে আহ্বান জানাই— আসুন, আমরা একসাথে কাজ করি, বিভেদের ঊর্ধ্বে উঠে ইসলামের দাওয়াত ও মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করি।
আল্লাহ তায়ালা আমাদের এই উদ্যোগকে কবুল করুন এবং বাকছাসকে দেশের কল্যাণে একটি আদর্শ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করুন।”
বক্তব্য শেষে তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের সফলতা কামনা করে দোয়া করেন।