1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বিতর্কিত ও প্রশ্নবিদ্ধরা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, ইসির প্রতি বিএনপির আহ্বান - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

বিতর্কিত ও প্রশ্নবিদ্ধরা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, ইসির প্রতি বিএনপির আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার দেখা হয়েছে
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

নিজস্ব প্রতিবেদক || বিগত তিনটি নির্বাচনের দায়িত্ব পালনকারী বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদের আগামী নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল এই অনুরোধ জানায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মঈন খান বলেন, “গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। সে সময় প্রশাসনের অনেক কর্মকর্তা রাজনৈতিকভাবে ভূমিকা রেখেছিলেন। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি—এই বিতর্কিত কর্মকর্তারা যেন আসন্ন নির্বাচনে কোনোভাবেই সম্পৃক্ত না থাকেন।”

তিনি আরো বলেন, “জাতীয় নির্বাচন একটি বিশাল আয়োজন। প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের জন্য অন্তত ১০ লাখ কর্মকর্তার প্রয়োজন হবে, যারা প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগ থেকে আসেন। কিন্তু গত ১৫ বছর ধরে প্রশাসনকে রাজনৈতিকভাবে গড়ে তোলা হয়েছে। তাই ১৫ মাসে এই কাঠামো পরিবর্তন সম্ভব নয়। আমরা ইসিকে এই বাস্তবতা স্মরণ করিয়ে দিয়েছি।”

বিএনপি নেতা বলেন, “আমরা চাই, নির্বাচন কমিশন একটি দৃষ্টান্ত স্থাপন করুক। সাংবাদিকরা যেন নির্ভয়ে কাজ করতে পারেন, সেটি নিশ্চিত করতে হবে। আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে স্বাধীন সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মঈন খান আরো বলেন, “১৭ বছরের সংগ্রাম ও জনগণের অভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা এই অবস্থানে এসেছি। এখন সময় এসেছে একটি সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT