1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
৬৭ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

৬৭ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক ||

::সংক্ষিপ্ত স্কোর::
বাংলাদেশ: ২৯৬/৮ (৫০ ওভারে)
ওয়েস্ট ইন্ডিজ: ৬৭/৭ (২১.৩ ওভারে)

৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ
২৯৭ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ৬৩ রানেই ৬ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৬ রানে ৪ উইকেট হারানোর পর ৬৩ রানের মাথায় ফিরেন রাদারফোর্ড ও রোস্টন চেজ। রিশাদের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাদারফোর্ড ব্যক্তিগত ১২ রানে। একই ওভারের চতুর্থ বলে চেজ নাসুমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শূন্য রানে। জিততে ৩১.২ ওভারে এখনো প্রয়োজন ২৩৪ রান।

৪৬ রান তুলতেই ৪ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
পাওয়ার প্লে’তে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ ৪৬ রানে হারিয়ে বসেছে ৪ উইকেট। একে একে ফিরে গেছেন অ্যাথানেজ, অগাস্তে, কিং ও শেই হোপ। কেসি কার্টির সাথে জুটি বেধেঁছেন শেরফানে রাদারফোর্ড।

পাওয়ার প্লে’তে ৩ উইকেটে ৩৯ রান তুললে ওয়েস্ট ইন্ডিজ:
পাওয়ার প্লে’র ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে সফরকারীরা। পঞ্চম ওভারের চতুর্থ বলে নাসুম আহমেদ ফেরান অ্যাথানেজকে। তিনি ২১ বলে ১ ছক্কায় ১৫ রান করে ফিরেন। সপ্তম ওভারের দ্বিতীয় বলে এসে নাসুম ফেরান আকিম অগাস্তকে। ৩ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। এরপর নবম ওভারের দ্বিতীয় বলে নাসুমের বলেই আউট হন ব্রান্ডন কিং। তিনি ১৭ বলে ২ চার ও ১ ছক্কায় ১৮ রান করে যান। তাতে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

২৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ:
বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৯৭ রানের বড় টার্গেট তাড়া করতে নেমেছে ক্যারিবিয়ানরা। ইনিংসের গোড়াপত্তন করতে এসেছেন অ্যালিক অ্যাথানেজ ও ব্রান্ডন কিং। ওভার প্রতি তাদের রান করতে হবে ৫.৯৪ করে।

শেষ ম্যাচে ২৯৭ রানের টার্গেট দিল বাংলাদেশ
উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও সৌম্য সরকার যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হয়েছিল বাংলাদেশের রান ৩৫০ পেরিয়ে যাবে। কিন্তু সেটা হলো না। সৌম্যর ৯১, সাইফের ৮০, শান্তর ৪৪ ও হৃদয়ের ২৮ রানে ভর করে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৮ উইকেটে ২৯৬ রান সংগ্রহ করেছে। জিততে ওয়েস্ট ইন্ডিজতে করতে হবে ২৯৭ রান।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ১০ ওভারে ১ মেডেনসহ ৪১ রানে ৪টি উইকেট নেন। অ্যালিক অ্যাথানেজ ৭ ওভারে ৩৭ রানে নেন ২টি উইকেট।

৯ রানের ব্যবধানে ৪ উইকেট হারাল বাংলাদেশ
৩ উইকেটে বাংলাদেশের রান ছিল ২৫২। সেখান থেকে ২৬১ রানে যেতে মাত্র ৯ রানের ব্যবধানে ৪টি উইকেট হারায় বাংলাদেশ। প্রথমে ২৬২ রানের মাথায় শান্ত ফিরেন ৩ চারে ৪৪ রান করে। এরপর ২৫৯ রানের সময় অঙ্কন ফিরেন ব্যক্তিগত ৬ রানে। রিশাদ হোসেন আজ ৩ রানের বেশি করতে পারেননি। তিনি আউট হন ২৬০ রানের মাথায়। আর ২৬১ রানের মাথায় আউট হন নাসুম ব্যক্তিগত ১ রানে। অষ্টম উইকেটে জুটি বেঁধেছেন নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ।

৫০ রানের জুটি গড়ে ফিরলেন হৃদয়
১৭৬ রানের মাথায় সাইফ আউট হওয়ার পর মাঠে নামেন হৃদয়। ১৮১ রানে সৌম্য ফিরলে হৃদয় ও শান্ত জুটি গড়েন। তৃতীয় উইকেট জুটিতে ৫০ রান তুলে আউট হয়েছেন হৃদয়। দলীয় ২৩১ রানের মাথায় অ্যাথানেজের বলে রাদারফোর্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২ চারে ২৮ রান আসে তার ব্যাট থেকে। শান্তর সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ব্যাট করতে নেমেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

৩২ ওভারে ২০০ পেরিয়ে বাংলাদেশ
সাইফ হাসান ও সৌম্য সরকার উদ্বোধনী জুটিতে ১৭৬ রান তোলেন। এরপর দ্রুত তারা দুইজন ফেরার পর হৃদয় ও শান্ত দলের সংগ্রহকে টানতে শুরু করেন। তাদের ব্যাটে ৩২ ওভারে ২০০ পেরুল বাংলাদেশ। ৩২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২০১ রান। শান্ত ১৫ ও হৃদয় ৮ রানে ব্যাট করছেন।

সাইফের পরে ফিরলেন সৌম্যও
১৭৬ রানের মাথায় আউট হন সাইফ। তার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্যও। দলীয় ১৮১ রানের মাথায় আউট হন সৌম্য। ৮৬ বলে ৭টি চার ও ৪ ছক্কায় ৯১ রানের ইনিংস খেলে আকিল হোসেনের শিকার হন তিনি। হৃদয়ের সঙ্গে যোগ দিয়েছেন শান্ত।

১৭৬ রানের জুটি গড়ে ফিরলেন সাইফ
টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার ও সাইফ হাসান ১৭৬ রান তোলেন ২৫.২ ওভারে। এরপর অবশ্য ভাঙে এই জুটি। রোস্টন চেজকে উড়িয়ে মারতে গিয়ে গ্রেভসের হাতে ধরা পড়েন সাইফ। ৭২ বল খেলে ৬টি চার ও ৬ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলে যান তিনি। ৯১ রানে অপরাজিত থাকা সৌম্যর সঙ্গে যোগ দিয়েছেন তাওহীদ হৃদয়।

বিনা উইকেটে দেড়শ পেরুল বাংলাদেশ
টস জিতে ব্যাট করতে নেমে রীতিমতো উড়ছে বাংলাদেশ। ২১.২ ওভারেই পেরিয়ে গেছে দেড়শ রান। তাও আবার বিনা উইকেটে। ২১.২ ওভার শেষে বাংলাদেশের রান ১৫৫। সৌম্য ৭৮ ও সাইফ ৭৩ রানে ব্যাট করছেন।

সৌম্য-সাইফের জোড়া ফিফটি শতরান পেরিয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। উদ্বোধনী জুটি ১৬ ওভার ব্যাট করে অবিচ্ছিন্ন থেকে ১০৯ রান সংগ্রহ করেছে। দুই উদ্বোধনী ব্যাটার সৌম্য সরকার ও সাইফ হাসান দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। সৌম্য ৫টি চার ও ২ ছক্কায় ৫৫ ও সাইফ ৪টি চার ও ৪ ছক্কায় ৫২ রানে ব্যাট করছেন।

বাংলাদেশের উড়ন্ত সূচনা
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে বিনা উইকেটে ৭৪ রান। সৌম্য সরকার ৫টি চার ও ২ ছক্কায় ৪৫ রানে ও সাইফ হাসান ৩টি চার ও ২ ছক্কায় ২৮ রানে ব্যাট করছেন।

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি অবশ্য ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

উভয় দলই সিরিজ নির্ধারণী আজকের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৭৪ রানের ব্যবধানে। পরের ম্যাচটি সুপার ওভার রোমাঞ্চে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তাতে সিরিজে ফেরে সমতা। সেই সমতা ভাঙার আজকের ম্যাচে যারা জিতবে, তারা সিরিজ নিজেদের করে নিবে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ব্র্যান্ডন কিং, আলিক আথানাজে, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারফেইন রাদারফোর্ড, আকিম অগাস্টে, রস্টন চেজ, জাস্টিন গ্রেভস, গুদাকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেইন।

বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT