1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আজ সিরিজ জিতলে বা হারলে র‌্যাঙ্কিংয়ে কতটা প্রভাব পড়বে বাংলাদেশের? - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

আজ সিরিজ জিতলে বা হারলে র‌্যাঙ্কিংয়ে কতটা প্রভাব পড়বে বাংলাদেশের?

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩০ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || ওয়ানডে ক্রিকেট একটা সময় ছিল বাংলাদেশের গর্বের জায়গা। অথচ সেই গর্বের জায়গা এখন মাথা ব‌্যথার বড় কারণ! ৫০ ওভারের ক্রিকেটা কোনোভাবেই ভালো করতে পারছে না।

এ বছর ১০টি ওয়ানডেতে মাত্র ২টিতে জিতেছে। সবশেষ চার ওয়ানডে সিরিজের প্রতিটি হেরেছে। আজ আরেকটি সিরিজ নির্ধারণী ম‌্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ আজ মিরপুরে বিজয়ের পতাকা উড়ালে সিরিজ হারবে বাংলাদেশ। ব‌্যর্থতার তালিকা আরো লম্বা হবে। তাতে নতুন জটিলতাও সৃষ্টি হতে পারে।

২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে র‌্যাঙ্কিংয়ে সেরা আট দলের মধ্যে থাকতে হবে। ১৪ দলের টুর্নামেন্টে বাকি দলগুলোকে বাছাইপর্বের বাধা পেরোতে হবে। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া ওডিআই র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা দলই বিশ্বকাপে সরাসরি খেলবে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সেরা আটের মধ্যে থাকলে র‌্যাঙ্কিংয়ে দশ নম্বর পর্যন্ত থাকা দলগুলো সরাসরি অংশগ্রহণ করবে।

এই সময়কালের মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানের মধ্যে না থাকতে পারলে তখন ১০ দলের বাছাইপর্ব খেলতে হবে। যা গত বিশ্বকাপে পেরোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের মতো দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মাস ছয়েক আগেই বার্ষিক হালনাগাদের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশে নেমে যায় বাংলাদেশ। ২০০৬ সালের পর যা বাংলাদেশের এই সংস্করণে সর্বনিম্ন অবস্থান। এর পর থেকে দশেই আছে বাংলাদেশ। তাতে ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি না, সেই প্রশ্ন উঠে গেছে।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে দশে। নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮০। বাংলাদেশ আজ শেষ ম‌্যাচ জিতে সিরিজ জিতলে র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ নয়ে ও বাংলাদেশ দশেই থাকবে। বাংলাদেশের পয়েন্ট হবে ৭৬, ওয়েস্ট ইন্ডিজে ৭৯।

আর ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব‌্যবধানে সিরিজ জিতলে অবস্থান বদলাবে না দুই দলের কারও। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট বেড়ে হবে ৮১, বাংলাদেশের হবে ৭৩।

বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথটা বাংলাদেশের জন্য এখন বেশ জটিল। প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে পর্যাপ্ত সুযোগও আছে।

বিসিবি জানিয়েছে ২০২৫-২৬ সময়কালে বাংলাদেশ আরও ২০টি ওয়ানডে খেলবে। ফলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করে এখনও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে।

বাংলাদেশের বাকি থাকা ম্যাচগুলো- পাকিস্তান – ৩ ওয়ানডে (হোম), নিউ জিল্যান্ড – ৩ ওয়ানডে (হোম), অস্ট্রেলিয়া – ৩ ওয়ানডে (হোম), জিম্বাবুয়ে – ৫ ওয়ানডে (অ্যাওয়ে), আয়ারল্যান্ড – ৩ ওয়ানডে (অ্যাওয়ে) ও ভারত – ৩ ওয়ানডে (হোম)।

এই ম্যাচগুলি আইসিসি এফটিপি’র অধীনে দ্বিপাক্ষিক সিরিজের অংশ এবং ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নির্ধারণে সরাসরি ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, আইসিসির শর্ত পূরণ করে ২০১৫, ২০১৯ এমনকি ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT