রাঙামাটি প্রতিনিধি || প্রায় তিন মাস কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকার পর ভেসে উঠেছে রাঙামাটি আইকনিক ঝুলন্ত সেতু। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে সেতুতে পর্যটকদের হাঁটাচলা করতে দেখা গেছে।
পর্যটন কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির কারণে প্রতি বছর সেতুটি নির্দিষ্ট একটা সময় বৃষ্টি ও উজানের ঢলে হ্রদের পানিতে ডুবে থাকে। এ বছর হ্রদের পানি বেড়ে যাওয়ায় গত ২৯ জুলাই সেতুটি ডুবে যায়। সেতু ডুবে যাওয়ায় পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা দেয় পর্যটন কর্তৃপক্ষ।
বৃষ্টি কমে আসায় কাপ্তাই হ্রদে পানি কমতে থাকায় ৮৬ দিন পর সেতুর পাটাতন থেকে পানি সরে গিয়ে সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়ে উঠেছে। এতে আবারো পর্যটকদের পদচারণয় মুখর হয়ে উঠেছে ঝুলন্ত সেতু।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ‘‘প্রায় তিন মাস পর পানি সরে দৃশ্যমান হয়েছে রাঙামাটির ঝুলন্ত সেতু। পরিষ্কারের কাজ শেষ করা হয়েছে, কিছু সংস্কার করতে হবে। সামনে পর্যটন মৌসুম। আশা করছি, গত তিন মাসের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারব।’’
৭০ দশকের শেষের দিকে রাঙামাটি জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। ১৯৮৬ সালে পর্যটন কর্পোরেশন পর্যটকদের সুবিধার্থে দুই পাহাড়ের মাঝখানে আকর্ষণীয় ঝুলন্ত সেতু তৈরি করে। প্রতি বছর অসংখ্য পর্যটক সেতুটি দেখতে ভিড় করেন। সেতুর পূর্ব ও পশ্চিম দিকে রয়েছে ছোট-বড় সবুজ পাহাড়, নিচে স্বচ্ছ পানি।