1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে
শনিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক || জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি, আইনি ভিত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। যদিও জুলাই সনদে সই করেনি দলটি।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন, দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজসহ কমিশনের সদস্যরা উপস্থিত রয়েছেন।

গত কয়েক দিন জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তিতে বিশেষজ্ঞ কমিটির সাথে একাধিক বৈঠক সম্পন্ন করে কমিশন। আজই সরকারকে সনদ বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা সম্বলিত সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে।

গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরের আনুষ্ঠানিতা সম্পন্ন হয়।

সংলাপে থাকা ৩০টি দল ও জোটের মধ্যে ২৫টি এই সনদে সই করে ঐকমত্য কমিশনের সংস্কার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অঙ্গীকার করেছে। জুলাই সনদ বাস্তবায়নে সঠিক রূপরেখা না থাকার কথা জানিয়ে এতে সই করেনি এনসিপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT