ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহের শৈলকুপায় শ্বশুরের বঁটির কোপে লিমা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) ভোরের দিকে উপজেলার পাইকপাড়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত মুকুল শেখ মানসিক ভারসম্যহীন। নিহত লিমা একই গ্রামের আব্দুর রউফের স্ত্রী।
স্থানীয়রা জানান, ভোরের দিকে লিমা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় মুকুল শেখ বঁটি দিয়ে লিমাকে আঘাত করেন। লিমার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লিমার শাশুড়ি জানান, “আমার ছেলের বউ ভোর সাড়ে ৪টার দিকে নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠে। তখন আমিও নামাজ পড়ার জন্য উঠার চেষ্টা করছিলাম। এরই মধ্যে ঘরের বাইরে থেকে লিমার চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি, তার পুরো শরীর রক্তে ভিজে গেছে। সঙ্গে সঙ্গে তাকে শৈলকুপা হাসপাতালে নিয়ে যাই। আমার বউমার ছোট দুইটা ছেলে রয়েছে। আমার স্বামী পাগল, তার বাটির আঘাতেই প্রাণ গেছে বউমার।”
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুর রহমান বলেন, “আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। লিমা হাসপাতালে আনার আগেই মারা গেছেন।”
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, “ভোরে মানসিক ভারসম্যহীর এক ব্যক্তির বটির আঘাতে তার ছেলের বউয়ের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”