বিনোদন ডেস্ক || বলিউডের বরেণ্য অভিনেতা সতীশ শাহ মারা গেছেন। শনিবার (২৫ অক্টোবর) বেলা আড়াইটায় মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। খবর ইন্ডিয়া টুডের।
সতীশ শাহর ম্যানেজার রমেশ জানান, ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘জানে ভি দো ইয়ারো’, ‘ম্যায় হু না’ সিনেমায় অভিনয়ের জন্য জনপ্রিয় এই অভিনেতা কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন, সম্প্রতি তার কিডনি প্রতিস্থাপন করা হয়। তার মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
গতকাল এক ভিডিও বার্তায় পরিচালক অশোক পন্ডিত বলেন, “ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে, আমাদের বন্ধু, খুব ভালো একজন অভিনেতা সতীশ শাহ, আজ দুপুর আড়াইটার দিকে কিডনি বিকল হয়ে মারা গিয়েছেন। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তার মরদেহ হাসপাতালেই রাখা হবে।”
সতীশ শাহর মৃত্যুতে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে। শোক প্রকাশে করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন—অনুপম খের, আমিশা প্যাটেল, আর. মাধবন, সানি দেওল, অনন্যা পান্ডে, জনি লিভার, ফারাহ খান প্রমুখ।
১৯৫১ সালের ২৫ জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সতীশ শাহ। সত্তর দশকের মাঝামাঝি সময়ে রুপালি জগতে পা রাখেন। সতীশের অভিনয়জীবনের বয়স চার দশকেরও বেশি। টেলিভিশন, বড়পর্দা—দুই মাধ্যমেই সমানতালে অভিনয় করেছেন। ১৯৮৩ সালে ‘জানে ভি দো ইয়ারো’ সিনেমায় সতীশের অভিনয় দারুণভাবে প্রশংসা কুড়ায়।
এরপর থেকেই পরিচিতি পেতে শুরু করেন সতীশ। পরবর্তীতে অসংখ্য সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘হাম সাথ-সাথ হ্যায়’, ‘ম্যায় হু না’, ‘কাল হো না হো’, ‘কভি হ্যায় কাভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ওম শান্তি ওম’ প্রভৃতি।
১৯৮৪ সালে টিভি ধারাবাহিকে কাজ শুরু করেন সতীশ শাহ। তার ক্যারিয়ারের অন্যতম কাজ ‘সারাভাই ভার্সেস সারাভাই’। এ ধারাবাহিকে নাম ভূমিকায় করেন। তার অভিনীত চরিত্রটি টেলিভিশনের অন্যতম আইকনিক চরিত্রগুলোর একটি।