আন্তর্জাতিক ডেস্ক || ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অধীনে গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে কোন বিদেশি বাহিনীকে অনুমতি দেওয়া হবে, তা ইসরায়েল নির্ধারণ করবে। রবিবার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ কথা বলেছেন।
চলতি মাসে গাজায় ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি হয়েছে। ওই পরিকল্পনায় গাজায় শান্তিরক্ষায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। এই বাহিনীতে মিশর, ইন্দোনেশিয়া এবং উপসাগরীয় আরব দেশগুলো সেনা পাঠাতে পারে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত দেওয়া হয়েছিল।
নেতানিয়াহু বলেছেন, “আমাদের নিরাপত্তার নিয়ন্ত্রণ আমাদের হাতে এবং আমরা আন্তর্জাতিক বাহিনী সম্পর্কে স্পষ্ট করে দিয়েছি যে, কোন বাহিনী আমাদের কাছে অগ্রহণযোগ্য, তা ইসরায়েল নির্ধারণ করবে এবং আমরা এভাবেই কাজ করি ও কাজ চালিয়ে যাব।”
গত সপ্তাহে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি গাজা উপত্যকায় তুর্কি নিরাপত্তা বাহিনীর যেকোনো ভূমিকার বিরোধিতা করবেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার জানান, যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় যে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে, সেখানে এমন দেশ থাকতে হবে; যাদের সঙ্গে ইসরায়েল ‘স্বাচ্ছন্দ্য বোধ করে’।