1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আল–আরাফাহ ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

আল–আরাফাহ ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে
ফরমান আর চৌধুরী

নিজস্ব প্রতিবেদক || আল–আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এম‌ডি) ফরমান আর চৌধুরীকে অপসারণ করা হয়েছে। এমডির অপসারণের বিষয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে অনাপত্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ব্যাংকের পরিচালনা পর্ষদ। ফলে তিনি আর এই পদে ফিরতে পারবেন না।

সোমবার (২৭ অক্টোবর) ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে অপসারণের অনাপত্তি দিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “আল–আরাফাহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে ব্যাংকের এমডিকে অপসারণের বিষয়ে অনাপত্তি দেওয়া হয়েছে। এখন আর তার এই পদে থাকার কোনো সুযোগ নেই।”

ফরমান আর চৌধুরীর বিরুদ্ধে খেলাপি ঋণের তথ্য গোপন, নিয়োগ ও পদোন্নতিসহ বিভিন্ন অনিয়মে সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১৩ এপ্রিল ব্যাংক তাকে প্রথমে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। পরে সম্পৃক্ততা পাওয়ায় অপসারণের সিদ্ধান্ত নেয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।

ব্যাংকের খেলাপি ঋণের তথ্য গোপন, নিরাপত্তা সঞ্চিতি না রেখে মুনাফা দেখানো, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম, সিএসআর তহবিলের অপব্যবহার, বেতনের বাইরে অতিরিক্ত অর্থ নিয়ে ফেরত না দেওয়াসহ নানা অনিয়মের কারণে এমডিকে অপসারণ করা হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন আল–আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ব্যবসায়ী এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ব্যাংকটির পর্ষদ ভেঙ্গে পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন গঠিত পর্ষদ এমডির বিষয়ে নানা অনিয়ম পায়। এরপরই তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ব্যাংকের পরিচালনা পর্ষদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT