ঢামেক প্রতিবেদক || ঢাকার শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ঢালে সড়ক দুর্ঘটনায় ও কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইকবাল হোসেন জানান, অজ্ঞাতনামা (৫৫) এক নারী মঙ্গলবার ভোরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানান।
অপরদিকে, কমলাপুর রেলস্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৬০) এক নারী নিহত হন।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যার দিকে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে স্থানীয়রা জানান।
নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।