লালমনিরহাট প্রতিনিধি || লালমনিরহাটের কালীগঞ্জে রাখা মনি (১৭) নামে এক কলেজছাত্রী সাপের কামড়ে মারা গেছেন।
পরিবারের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অ্যান্টিভেনম (সাপে কাটার ভ্যাকসিন) না থাকায় তাকে চিকিৎসা দিতে পারেননি চিকিৎসক। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথ রাখা মনি মারা যান।
গত সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সিন্দ্রহবি বটতলা এলাকার নিজ বাড়িতে সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়েন রাখা মনি। তিনি তুষভান্ডার মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাবার নাম আব্দুল জলিল।
স্থানীয়রা জানান, রাতে রাখা মনির হাতে কিছু একটা কামড় দেয়। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের জানান। পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক তান্ত্রিকের কাছে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে রাখা মনিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
রাখা মনির বাবা আব্দুল জলিল অভিযোগ করে বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম ভ্যাকসিন না দিয়েই রাখা মনিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। রংপুর নেওয়ার পথে রাখা মনি মারা যায়।”
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দেব দুলাল বলেন, “এই হাসপাতালে অনেকদিন থেকে অ্যান্টিভেনম সরবরাহ নেই। যে কারণে মেয়েটিকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। আমরা অ্যান্টিভেনম ভ্যাকসিনের জন্য চাহিদা সব সময় দিয়ে আসছি।”