1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আমি একদিন সন্তান নেব, এটা ঘটবেই: রাশমিকা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

আমি একদিন সন্তান নেব, এটা ঘটবেই: রাশমিকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার দেখা হয়েছে
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা

বিনোদন ডেস্ক || ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের বন্ধুত্ব, সেখান থেকে শুরু হয় প্রেমের গুঞ্জন। কিছুদিন আগে খবর চাউর হয়, গোপনে বাগদান সেরেছেন, যদিও তা স্বীকার করেননি এই যুগল।

এখনো বিয়ে না করলেও মাতৃত্ব নিয়ে আবেগের কথা প্রকাশ করলেন রাশমিকা। তার পরবর্তী সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’। এ সিনেমার প্রচার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

রাশমিকা মান্দানা বলেন, “আমি এখনো মা হইনি। কিন্তু আমি অনুভব করি, একদিন সন্তান নেব। আমি এটাকে ভালোবাসি, এটা ঘটবে। আমি কিছু একটা অনুভব করি, এই ছোট্ট মানুষগুলোর (শিশু) জন্য, যারা এখনো জন্ম নেয়নি। আমি তাদের রক্ষা করতে চাই। যদি তাদের জন্য যুদ্ধে নামতে হয়, তবে আমাকে যথেষ্ট ফিট থাকতে হবে।”

রাশমিকা আরো স্বীকার করেছেন যে, প্রায়ই তিনি অতিরিক্ত কাজ করেন, যা অন্যদের করতে পরামর্শ দেন না। বরং যথেষ্ট বিশ্রাম নেওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং সুস্থ থাকার গুরুত্বের ওপর জোর দেন এই অভিনেত্রী। রাশমিকা মান্দানা বলেন, “অতিরিক্ত কাজ করবেন না। এটা স্থিতিশীল নয়। আপনার জন্য যা স্বস্তিকর, সেটাই করুন।”

‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা-বিজয়। তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। এ জুটির পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়ায়। ফলে এ দুজনের সম্পর্ক বহুল চর্চিত। দেশ-বিদেশে একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছে এ জুটিকে। তবে তারা দাবি করেন—“আমরা দুজন খুব ভালো বন্ধু।”

গত ৩ অক্টোবর রাতে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায় বাগদান সেরেছেন রাশমিকা-বিজয়। ঘনিষ্ঠজনদের নিয়ে তারা বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এই তারকা যুগল। জানা যায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন রাশমিকা-বিজয়।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী।

এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থাম্মা’। হরর-কমেডি ঘরানার ‘থাম্মা’ সিনেমা পরিচালনা করেছেন আদিত্য সরপতদার। এতে রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। দীপাবলি উপলক্ষে ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে এটি।

তথ্যসূত্র: সিয়াসাত ডটকম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT