1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন

সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || তিন দিনে দুই ম‌্যাচ হলে সচরাচর মাঝের দিনে অনুশীলন রাখে না কোনো দল। বাংলাদেশ দল গতকাল চট্টগ্রামে কোনো অনুশীলন করেনি। ওয়েস্ট ইন্ডিজের ছিল অপশনাল। যেখানে প্রথম টি-টোয়েন্টি খেলা ক্রিকেটাররা কেউ ছিলেন না। বাকিরা ড‌্যারেন স‌্যামিকে নিয়ে সাগর পাড়ের স্টেডিয়ামে ঘণ্টা দুয়েক সময় কাটিয়েছেন।

দুই দল শহরের সবচেয়ে দামি হোটেল র‌্যাডিসনে উঠেছে। দুই ফ্লোরে দুই দলের ঠিকানা। প্রথম টি-টোয়েন্টির ফলাফলের ভিত্তিতে দুই দলের ক্রিকেটারদের সারাদিন দুই রকম মুডে পাওয়া গেল। বাংলাদেশ শিবির অস্বস্তি, সংকট, অস্থির সময় কাটাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ একেবারেই চাপমুক্ত, ভারহীন, খোশমেজাজে।

১৬ রানের দারুণ জয়ের পর ক‌্যারিবীয়ানদের একটাই চাওয়া সিরিজ জয়। সেই চাওয়া পূরণে আজ সন্ধ‌্যায় মাঠে নামছেন তারা। খেলা শুরু সন্ধ‌্যা ৬টায়।

বিষন্নতায় দিন কাটানো বাংলাদেশের আজকের লড়াই সিরিজ বাঁচানোর। টি-টোয়েন্টিতে শেষ চারটি সিরিজ জেতা বাংলাদেশ আজকের ম‌্যাচ হারলেই টানা পাঁচ সিরিজ জয়ের সুযোগ হারাবে। যা অতীতে কখনো হয়নি। কিন্তু প্রথম ম‌্যাচ হারের পর পুরো চাপ তো স্বাগতিকদের ঘাড়েই। সেই চাপ সামলে জিততে পারলেই কেবল হবে মুখ রক্ষা। নয়তো ওয়েস্ট ইন্ডিজের কাছে হারাতে হবে শিরোপা।

সেটাও ঘরের মাঠে। অথচ গত বছরই বাংলাদেশ প্রায় একই সময়ে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই ৩-০ ব‌্যবধানে হারিয়েছিল। লিটনের নেতৃত্বে পুরো দল ২২ গজে অসাধারণ পারফরম‌্যান্স করে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলকেই হারিয়েছিল। ক‌্যারিবীয়ানরা সেই বদলাই এবার নেবে নিশ্চিতভাবেই।

বিশ্বকাপের আগে বাংলাদেশের হাতে রয়েছে মাত্র পাঁচটি ম‌্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজের দুই ম‌্যাচ আর নভেম্বরে একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি। এর পরই ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তাই এই পাঁচটি ম্যাচই লিটনদের প্রস্তুতির শেষ সুযোগ। সেই প্রস্তুতি বাস্তব পরীক্ষার মুখোমুখি অবস্থানে তার দল।

শেষ দুই ম‌্যাচ জিতে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব, ‘‘খারাপ দিন গেছে, কিন্তু সিরিজ এখানেই শেষ নয়। সামনে আরও দুই ম্যাচ আছে, ইনশা-আল্লাহ কামব্যাক করব। এখন ব্যাকফুটে যাওয়ার কোনো সুযোগ নেই। ঘরের মাঠে খেলছি, সিরিজ জেতার জন্য অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব।’’

ব‌্যাটিং-বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ আজকে কঠিন সময় দেবে বাংলাদেশকে তা বলার অপেক্ষা রাখে না। অতিথিরা জিততে পারেনি ওয়ানডে সিরিজ। হেরেছে ২-১ ব‌্যবধানে। টি-টোয়েন্টি জিতে অন্তত সফরের শেষটা রঙিন করার অপেক্ষায় তারা। সেই চাওয়া পূরণ হলে বাংলাদেশ শিবিরকে হতাশায় ডুবে যেতেই হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT