1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
লভ্যাংশ দেবে না ৭ কোম্পানি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

লভ্যাংশ দেবে না ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার (নো ডিভিডেন্ড) ঘোষণা দিয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানিগুলো হলো— ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি, সাফকো স্পিনিং মিলস লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

বুধবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফার কেমিক্যাল: কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৯ টাকা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.৫২ টাকায়। কোম্পানি ঘোষিত ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৪ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৮ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

সাফকো স্পিনিং: কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৭.৫২) টাকা। গত ৩০ জুন ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (৪.৫০) টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৮ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

জিবিবি পাওয়ার: কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১১ টাকা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৩১ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৮ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৮ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

সিলভা ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৯৭) টাকা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৪৮ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৩০ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

বারাকা পাওয়ার: কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩৬ টাকা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৬৩ টাকায়। কোম্পানি ঘোষিত ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৪ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

আইসিবি: কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১৪) টাকা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.৪৫ টাকায়। কোম্পানি ঘোষিত ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৩ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২৫ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

বসুন্ধরা পেপার মিলস: কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১৮.৯৮) টাকা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭.৮২ টাকায়। কোম্পানি ঘোষিত ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৩ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT