1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আল হারামাইন ও মাহিদ সিকিউরিটিজের নিবন্ধন সনদ বাতিল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

আল হারামাইন ও মাহিদ সিকিউরিটিজের নিবন্ধন সনদ বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত দুইটি ব্রোকারেজ হাউজের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বা নিবন্ধন সনদ বাতিল করেছে। ব্রোকারেজ হাউজ দুটি হলো- আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেড ও মাহিদ সিকিউরিটিজ লিমিটেড।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা, ২০২০ এর ৭(৩) বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের কারণে ডিএসই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসইর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেডের নামে ইস্যুকৃত ট্রেক নম্বর- ২৬৩ বাতিল করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা, ২০২০ এর ৩ (২) (গ) বিধি লঙ্ঘনের কারণে। বিধি অনুযায়ী, একটি ব্রোকারেজ হাউসকে ট্রেক লাইসেন্স পেতে হলে কমপক্ষে ৫ কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হবে। কোনো অবস্থাতেই প্রতিষ্ঠানটির ইকুইটি মূলধন প্রাথমিক পরিশোধিত মূলধনের ৭৫ শতাংশের নিচে নামতে পারবে না।

এদিকে, মাহিদ সিকিউরিটিজ লিমিটেডের নামে ইস্যুকৃত ট্রেক- নম্বর ২৭৩ বাতিল করা হয়েছে আলোচ্য বিধিমালার ৭(১) বিধি ভঙ্গের কারণে। ব্রোকারেজ হাউজটি এখন পর্যন্ত কোনো ট্রেডিং কার্যক্রম শুরু করতে পারেনি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে প্রয়োজনীয় স্টক–ডিলার ও স্টক–ব্রোকার নিবন্ধন সনদ সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। বিধিমালা অনুযায়ী, কোনো ব্রোকারেজ হাউস TREC লাইসেন্স পাওয়ার এক বছরের মধ্যে স্টক–ব্রোকার নিবন্ধন সনদ সংগ্রহ করতে হবে এবং সনদ প্রাপ্তির ছয় মাসের মধ্যে ট্রেডিং কার্যক্রম শুরু করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আল হারামাইন সিকিউরিটিজের বিনিয়োগকারী ও ক্লায়েন্টদের তাদের নিজ নিজ হিসাব পর্যালোচনা করে অসম্পন্ন নিষ্পত্তি সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে। কারও যদি তহবিল বা সিকিউরিটিজ নিষ্পত্তি সংক্রান্ত অভিযোগ থাকে, তাহলে তিনি লিখিতভাবে অভিযোগ জমা দিতে পারবেন ১৩ নভেম্বর ২০২৫–এর মধ্যে। একই তারিখের মধ্যে মাহিদ সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধেও যেকোনো দাবি বা অভিযোগ জমা দেওয়া যাবে।

লিখিত অভিযোগ ও প্রমাণপত্র পাঠাতে হবে নিচের ঠিকানায়: চিফ রেগুলেটরি অফিসার, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, ডিএসই টাওয়ার, লেভেল–০৩, প্লট নং–৪৬, রোড নং–২১, নিকুঞ্জ–২, ঢাকা–১২২৯।

ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি বাজারের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ট্রকহোল্ডারদের কার্যক্রম পর্যালোচনা জোরদার করেছে। যে প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে ট্রেডিং কার্যক্রম পরিচালনা করছে না বা আর্থিক সুরক্ষা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের সিদ্ধান্ত বাজারে বিনিয়োগকারীর আস্থা বাড়াতে সহায়ক হবে, কারণ এটি প্রমাণ করে—বিধি লঙ্ঘনের ঘটনায় নিয়ন্ত্রক সংস্থা ও এক্সচেঞ্জ এখন আরো সক্রিয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT