1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আয়ুষ্মানের সঙ্গে বাংলাদেশি ক্রিকেটার মারুফা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

আয়ুষ্মানের সঙ্গে বাংলাদেশি ক্রিকেটার মারুফা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২২ বার দেখা হয়েছে
অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ক্রিকেটার মারুফা আক্তার

বিনোদন ডেস্ক || দাঁড়িয়ে আছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার গায়ে ইউনিসেফের লোগো সম্বলিত পলো শার্ট। তার পাশে দাঁড়িয়ে বাংলাদেশের নারী ক্রিকেটার মারুফা আক্তার। তার গায়ে বাংলাদেশি জার্সি। বুধবার (২৯ অক্টোবর) মারুফা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তাতে এমন দৃশ্য দেখা যায়।

সম্প্রতি আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশে ও ভারতের মধ্যকার ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন আয়ুষ্মান খুরানা। ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত হিসেবে মাঠে ছিলেন এই অভিনেতা। সেখানে আয়ুষ্মান খুরানার সঙ্গে দেখা হয় মারুফার। সেই সময়ে তোলা ছবিটি ফেসবুকে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন এই নারী ক্রিকেটার।

মারুফা ছবিটি পোস্ট করার ৪ ঘণ্টার মধ্যে তার রিঅ্যাক্ট পড়েছে ২৮ হাজার। মন্তব্য পড়েছে ২৬৪টির বেশি। দুই তারকাকে এক ফ্রেমে দেখে নেটিজেনদের অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। পারভেজ মোশাররফ লেখেন, “দুই কিংবদন্তি এক ফ্রেমে।” ইমরান লেখেন, “আমাদের আইকন মারুফার সঙ্গে সাক্ষাৎ করে সে (আয়ুষ্মান) গর্বিত। সুন্দর ছবি।”

মোদক নামে ভারতীয় এক নাগরিক লেখেন, “সে খুব ভালো ক্রিকেটার, কঠোর পরিশ্রমী।” আয়ুষ্মানকে উদ্দেশ্য করে একজন লিখেছেন, “প্রিয় গায়ক ও অভিনেতা।” আরেকজন লিখেছেন, “মারুফা, বাংলাদেশের প্রতিচ্ছবি।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

২০২৩ সাল থেকে ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত আয়ুষ্মান। শিশুদের অধিকারের প্রতি সমর্থনের অঙ্গীকার জানাতে নারী ক্রিকেট বিশ্বকাপে হাজির হয়েছিলেন। ম্যাচ শুরুর আগে ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন আয়ুষ্মান।

আয়ুষ্মান খুরান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থাম্মা’। হরর-কমেডি ঘরানার ‘থাম্মা’ সিনেমা পরিচালনা করেছেন আদিত্য সরপতদার। এতে তার বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। দীপাবলি উপলক্ষে ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে এটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT