1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
গাজীপুরে ৪৫টি ধারাল অস্ত্রসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

গাজীপুরে ৪৫টি ধারাল অস্ত্রসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২১ বার দেখা হয়েছে
তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিক

গাজীপুর প্রতিনিধি || গাজীপুরের নাওজোড় এলাকা থেকে বিভিন্ন ধরনের ৪৫টি ধারাল অস্ত্র ও মাদকসহ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজাকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (২৯ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মুশফিক (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে নাওজোর এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই তসলিম সিরাজ ও ভাতিজা মুশফিক আটক হন। তাদের কাছ থেকে আটটি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, পাঁচটি বড় চাপাতি, পাঁচটি ছোট চাপাতি, দুইটি লোহার হাসুয়া, পাঁচটি রামদা, একটি সোজা রামদা উদ্ধার হয়। পাশাপাশি ২৭টি নকল ডায়মন্ড ও গাঁজা জব্দ হয়। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন খান বলেন, “যৌথবাহিনীর অভিযানে দুইজন আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT