1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ট্রাম্প-জিনপিংয়ের বৈঠক ‘সফল’, যেসব বাণিজ্য বিরোধের ‘রফা’ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

ট্রাম্প-জিনপিংয়ের বৈঠক ‘সফল’, যেসব বাণিজ্য বিরোধের ‘রফা’

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ১ ঘণ্টা ৪০ মিনিটের বৈঠককে ‘দারুণ সফল’ বলে অভিহিত করেছেন। দক্ষিণ কোরিয়ার বুসানে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালের এই বৈঠকে বিশ্বের দুই বড় অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে বড় অগ্রগতি হয়েছে বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সুনির্দিষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান, চীন অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে পুনরায় সয়াবিন কেনা শুরু করবে।

আল জাজিরা বলছে, এর ফলে দেশ দুটির বাণিজ্য যুদ্ধের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটির সমাধান হলো। চীন সাধারণত প্রতি বছর বিলিয়ন ডলারের আমেরিকান সয়াবিন কিনে থাকে। তবে সাম্প্রতিক সময়ে সেই বাণিজ্য কার্যত শূন্যে নেমে আসে। এতে মার্কিন কৃষকরা ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছিলেন।

বৈঠকের অন্যতম বড় ফলাফল হলো, ট্রাম্প চীনের ওপর ফেনটানিল শুল্ক ২০ শতাংশ থেকে ১০ শতাংশে নামানোর সম্মতি দিয়েছেন। এই নতুন শুল্ক তাৎক্ষণিক কার্যকর হবে। ট্রাম্প বলেছেন, তিনি এটা করছেন কারণ শি জিনপিং ফেনটানিলের চলান বন্ধ করতে ‘খুব কঠোর পরিশ্রম’ করবেন।

“আমি বিশ্বাস করি তারা সত্যিই কঠোর ব্যবস্থা নিচ্ছেন,” বলেন ট্রাম্প।

বৈঠকের সবচেয়ে বড় ফলাফল হলো, বিরল খনিজ সরবরাহ নিয়ে বিরোধের সমাধান। ট্রাম্প জানান, বিরল খনিজের বাণিজ্যসংক্রান্ত বিষয় ‘সমাধান হয়েছে’ এবং ‘চীনের পক্ষ থেকে আর কোনো বাধা নেই।’

বেইজিং গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণের একচেটিয়া অধিকার রাখে এবং সম্প্রতি বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করেছিল। তবে ট্রাম্প বিস্তারিত জানাননি, ‘সমাধান’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে।

এই সবকিছুর বিনিময়ে ট্রাম্প বলেন, “চীনা পণ্যের ওপর আরোপিত সাধারণ শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হবে।”

এই দুই বিশ্বনেতা আলোচনা চালিয়ে যেতে এবং সফর বিনিময় করতে সম্মত হয়েছেন। ট্রাম্প জানান, আগামী এপ্রিল মাসে তিনি চীনে সফর করবেন এবং শি এরপরই কোনো সময় যুক্তরাষ্ট্রে সফর করবেন।

এখন পর্যন্ত বেইজিং এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT