1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
চার দফা কমার পর স্বর্ণের ভরিতে বাড়ল ৮৯০০ টাকা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

চার দফা কমার পর স্বর্ণের ভরিতে বাড়ল ৮৯০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || টানা চার দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। এক দিনের ব্যবধানে ভালো মানের স্বর্ণ ভরিতে বাড়ল ৮ হাজার ৯০০ টাকা। সে হিসেবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ দুই হাজার ৭০৯ টাকায় মিলবে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী বৃহস্পতিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ দুই হাজার ৭০৯ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৬৫ হাজার ৬২৯ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা বেচাকেনা হবে।

মঙ্গলবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ চার হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৩৮ হাজার ৯৪২ টাকায় বেচাকেনা হয়েছিল।

গত সোমবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ সাত হাজার ৯৫৭ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ১৪৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪১ হাজার ৪৯৬ টাকায় বেচাকেনা হয়েছিল। এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪২ হাজার ২১৯ টাকায় বেচাকেনা ছিল।

এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪৮ হাজার ৭৪ টাকায় বেচাকেনা হয়েছিল।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদেব মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT