চট্টগ্রাম প্রতিনিধি || চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-৭। এসময় তারা দুইজনকে আটক করেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে রাউজান নোয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ধরনের একাধিক আগ্নেয়াস্ত্র, বিপুল সংখ্যক গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।