আন্তর্জাতিক ডেস্ক || গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এই হামলা হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
মার্কিন মধ্যস্থতায় ক্রমবর্ধমান ভঙ্গুর যুদ্ধবিরতির জন্য এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে এবং যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটিই গাজার বাসিন্দাদের জন্য সবচেয়ে মারাত্মক দিন ছিল।
গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার মতে, এই হামলায় কমপক্ষে ৩৫ জন শিশু নিহত এবং ২০০ জন আহত হয়েছে।
গাজার নাগরিক প্রতিরক্ষার মানবিক সহায়তা ও আন্তর্জাতিক সহযোগিতার পরিচালক ড. মোহাম্মদ আল-মুগির গার্ডিয়ানকে বলেন, “এই হামলাগুলোর মধ্যে একটি ছিল ক্যান্সার রোগীর শিবির- ইনসান শিবিরকে লক্ষ্য করে।”
এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি) মৃত ও আহতদের পাঁচটি গাজা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত প্রতিবেদনের একটি সংখ্যা নিশ্চিত করেছে।
বুধবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুদ্ধবিরতিতে কোনো কিছুই বাধা সৃষ্টি করবে না, তবে ইসরায়েলের উচিত তাদের সেনা নিহত হলে প্রতিঘাত করা। তারা একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। তাই ইসরায়েলিরাও পাল্টা আক্রমণ করেছে।”