1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ড্যাফোডিলের ক্ষমা চাওয়াসহ, সিটির শিক্ষার্থীদের ৬ দাবি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

ড্যাফোডিলের ক্ষমা চাওয়াসহ, সিটির শিক্ষার্থীদের ৬ দাবি

সাভার (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২১ বার দেখা হয়েছে
দুই বিশ্ববিদ্যালয়ের লোগো

সাভার (ঢাকা) প্রতিনিধি || সাভারে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক সংঘর্ষে সিটি ইউনিভার্সিটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে দায় স্বীকার করে ক্ষমা চাওয়াসহ ৬ দফা দাবি তুলে সংবাদ সম্মেলন করেছেন সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ অক্টোবর) বিরুলিয়ার খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে দাবিগুলো জানান সিটি ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা।

দাবিগুলা হলো- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে অগ্নিসন্ত্রাস, লুটপাট ও মিথ্যাচারের দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে, হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত সিটি ইউনিভার্সিটির অবকাঠামো ও বিনষ্ট পরিবহন সমূহের ক্ষতিপূরণ দিতে হবে, ড্যাফোডিল শিক্ষার্থীসহ যারা সরাসরি এই ধ্বংসযজ্ঞে জড়িত সুস্পষ্ট তদন্তের মাধ্যমে তাদের আইনি ব্যবস্থা ও ছাত্রত্ব বাতিল করতে হবে, এ ঘটনায় প্রাইভেট ইউনিভার্সিটি এসোসিয়েশন (এপিইউবি) এর সভাপতি সবুর খানের নীরবতা ও পক্ষপাতদুষ্ট আচরণের জন্য তাকে অপসারণ করতে হবে এবং হামলার রাতে সহযোগিতা চাওয়ার পর‌ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা না পাওয়ার কারণ খতিয়ে দেখতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।

এসময় শিক্ষার্থীরা হামলার ঘটনা বর্ণনা করে বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করেন। তাদের দাবিগুলো দ্রুত পূরণ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ইউজিসির প্রতি আহ্বান জানান সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর থুথু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। রাতভর চলা সংঘর্ষে আহত হয় দুই বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ও পরিবহন। পরে এ ঘটনায় সাভার মডেল থানায় পৃথক মামলা দায়ের করেন উভয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT