গোপালগঞ্জ প্রতিনিধি || গোপালগঞ্জে প্রদীপ বিশ্বাস (৪৫) নামে এক কৃষকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) সদর উপজেলার শুরগ্রাম ডালিম ভিটা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রদীপ বিশ্বাস উপজেলার শুরগ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে। বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইমানুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘১২ দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন প্রদীপ। শনিবার দুপুরে শুরগ্রাম ডালিম ভিটা বিলে কচুরিপানার মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’’