1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২১ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || পুরান ঢাকার বাহ্যিক রূপ সময়ের সঙ্গে বদলে গেলেও তার ভেতরের ঐতিহ্য, সংস্কৃতি আর মানবিক সম্পর্কের টানাপোড়েন এখনো বহমান। সেই ঐতিহ্য ও পরিবর্তনের মিশেল নিয়েই আসছে নতুন ধারাবাহিক নাটক ‘মহল্লা’।

বিদ্যুৎ রায়ের রচনায় এবং ফরিদুল হাসানের পরিচালনায় নির্মিত এই দীর্ঘ ধারাবাহিকটি আজ ১ নভেম্বর থেকে বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে। প্রচার হবে প্রতি শনিবার, রোববার ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে।

নাটকটি নিয়ে পরিচালক ফরিদুল হাসান বলেন, “এটি মূলত এক মহল্লার ভালো-মন্দের গল্প। ব্যস্ত নগর জীবনের ভেতরেও মহল্লা নামের এক ছোট্ট সমাজে প্রতিদিন নানা ঘটনা ঘটে—সেই হাসি-কান্না, সুখ-দুঃখ, ভালোবাসা ও ভুল বোঝাবুঝির গল্পই আমরা পর্দায় তুলে ধরেছি হাস্যরসের ছলে।”

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যাহের আলভী, ইফফাত আরা তিথি, আবদুল্লাহ রানা, রকি খান, মাসুদ মহিউদ্দিন, রেশমি আহমেদ, সহীদ উন নবী, তন্ময় সোহেল, সিয়াম মৃধা, সিয়াম নাসির, আশরাফুল আলম সোহাগ, তানভীর রাহী, ইফতি, সাবা সুস্মিতা, অনন্যা ইসলাম, ইমরান হোসেন আজান, ওয়াহিদ ইকবাল মার্শাল, সাইকা আহমেদ, পলিন, উপমা আহমেদ, আঞ্জুমান মেহেজাবিন, জাবেদ গাজী, আয়েশা নাফিসা ও অনুভব মাহবুবসহ অনেকে।

গল্পের প্রয়োজনে নাটকে রয়েছে একটি আইটেম গান ‘তানপুরা’। গানটি গেয়েছেন ও সুর-সংগীত করেছেন মুহিন। গানের কথা লিখেছেন বিদ্যুৎ রায়। কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু, আর গানটিতে পারফর্ম করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT