টাঙ্গাইল প্রতিনিধি || ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসাইল এলাকায় যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান।
বুধবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে বাসাইলের বাঐখোলা এলাকায় ‘বাংলা স্টার’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার হোসেন বলেন, “বাঐখোলা এলাকায় দুর্ঘটনার কারণে কয়েক কিলোমিটার এলাকায় যানজট ছিল। এর মধ্যে পাবনাগামী ‘বাংলা স্টার’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সাথে সাথে যাত্রীরা নেমে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।”
এছাড়া, একই সময়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পৌলি এলাকায় টায়ারে আগুন জ্বালায় দুর্বৃত্তরা। পরে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।