1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ইসি নিরপেক্ষ ভূমিকা পালন করতে চায়: সিইসি - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

ইসি নিরপেক্ষ ভূমিকা পালন করতে চায়: সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮ বার দেখা হয়েছে
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্য দেন সিইসি এ এম এম নাসির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক || রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে ‘খেলোয়াড়’ হিসেবে বর্ণনা করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায়, কিন্তু খেলোয়াড়রা যদি নিয়ম মেনে না খেলে, তাহলে পুরো খেলার নিরপেক্ষতাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠে নেমেছে—আমরা চাই সবাই নিয়ম মেনে খেলুক। কিন্তু খেলোয়াড়রা যদি সহযোগিতা না করে, তবে কমিশনের নিরপেক্ষতা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।”

ইসি নিষিদ্ধ করার পরও ঢাকায় পোস্টারে ছেয়ে যাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সিইসি বলেন, “কমিশন যখন পোস্টার নিষিদ্ধ করেছে, তখন এই চিত্র অনভিপ্রেত। রাজনৈতিক দলগুলো যদি নিজেরাই উদ্যোগ নিয়ে পোস্টার সরিয়ে ফেলে, তাহলে সেটাই হবে দায়িত্বশীল আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।”

তিনি আরো বলেন, “একটি বিশেষ সরকারের অধীনে এবং বিশেষ পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করতে গিয়ে কমিশনের ওপর নানা ধরনের চাপ আসছে। তাই আমরা আগের চেয়ে বেশি সহযোগিতা চাই সব অংশীজনের কাছ থেকে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর বিষয়েও উদ্বেগ জানিয়ে সিইসি এটিকে বড় ধরনের বিপদ হিসেবে উল্লেখ করেন।

এসময় তিনি রাজনৈতিক দলগুলোকে নির্বাচন আচরণবিধি মেনে চলা, অনলাইন প্ল্যাটফর্মে দায়িত্বশীল থাকা এবং কমিশনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT