বিনোদন ডেস্ক || বিয়ের নির্ধারিত মেয়াদ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বলিউডের তারকা অভিনেত্রী কাজল। টুইঙ্কেল খান্নাকে নিয়ে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শিরোনামে টক শো সঞ্চালনা করছেন কাজল। এ শোয়ে এমন মন্তব্য করেন ‘বাজিগর’খ্যাত এই অভিনেত্রী।
‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শোয়ের পরবর্তী পর্ব আজ মধ্যরাতে মুক্তি পাবে। কাজল-টুইঙ্কেল সঞ্চালিত এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকি কৌশল ও কৃতি স্যানন। এ অনুষ্ঠানের ‘এগ্রি/ডিজএগ্রি’ সেগমেন্টে টুইঙ্কেল খান্না প্রশ্ন রাখেন, বিয়ের কী মেয়াদ থাকা উচিত? ভিকি, কৃতি ও টুইঙ্কেল বিপক্ষে (ডিজএগ্রি) অবস্থান নেন। তারপর টুইঙ্কেল হেসে বলেন, “না, এটা বিয়ে, ওয়াশিং মেশিন নয়।”

কাজল
এরপর কাজল আগরওয়াল বলেন, “আমি মনে করি, অবশ্যই বিয়ের মেয়াদ থাকা উচিত। কে গ্যারান্টি দিতে পারে যে, আপনি সঠিক সময়ে সঠিক মানুষকেই বিয়ে করছেন? বিয়ে নবায়নের সুযোগ থাকা উচিত। তাহলে আমরা বেশিদিন কষ্ট পাব না।”
এরপর টুইঙ্কেলকে নিজের দলে টানার চেষ্টা করেন কাজল। কিন্তু কৃতি-ভিকির পক্ষেই অবস্থান নেন টুইঙ্কেল এবং কাজলের ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করেন তিনি।

কাজল
এরপর প্রশ্ন রাখা হয়, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে প্রেম করা উচিত কি না? এ প্রশ্ন শুনেই কাজলকে জড়িয়ে ধরেন টুইঙ্কেল। তারপর টুইঙ্কেল বলেন, “আমাদের একজন কমন প্রাক্তন আছে। কিন্তু আমরা তার নাম বলতে পারব না।” এ কথা শুনে টুইঙ্কেলকে উদ্দেশ্য করে হাসতে হাসতে কাজল বলেন, “চুপ করো।”
১৯৯২ সালে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী কাজলের। তখন তার বয়স মাত্র সতেরো। ১৯৯৯ সালে কাজল যখন অভিনয় ক্যারিয়ারের শীর্ষে, তখন অজয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাজলের বিয়ের সিদ্ধান্তে অনেকে তখন অবাক হয়েছিলেন। এমনকি অজয়-কাজলের বিয়ে হোক, কেউ কেউ এটা চায়নি। ২০০৩ সালের ২০ এপ্রিল এই দম্পতির ঘর আলো করে আসে কন্যা নিসা। ২০১০ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম হয় পুত্র যুগের।

কাজল
গুন্ডারাজ (১৯৯৫), ইশক (১৯৯৫), পেয়ার তো হোনা হি থা (১৯৯৮), দিল কিয়া কারে (১৯৯৯), রাজু চাচা (২০০০), ইউ মি অর হাম (২০০৮), তুনপুর কা সুপারহিরো (২০১০) ইত্যাদি সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন অজয়-কাজল।
তথ্যসূত্র: এনডিটিভি